Friday, December 5, 2025
বাড়িখেলারাঁচির পর রায়পুরেও কোহলির আশীর্বাদ নিতে মাঠে ঢুকলেন ভক্ত

রাঁচির পর রায়পুরেও কোহলির আশীর্বাদ নিতে মাঠে ঢুকলেন ভক্ত

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৩ ডিসেম্বর : শহর বদলায়, পালটে যায় দিন। কিন্তু একইরকম থাকেন বিরাট কোহলি। তাঁর প্রতি আমজনতার শ্রদ্ধা, ভালোবাসাতেও বদল ঘটে না। ইডেন, রাঁচির পর এবার রায়পুরেও কিং কোহলিকে একটিবার ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়লেন এক বিরাটভক্ত (Virat Kohli Fan)। নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে সটান লুটিয়ে পড়লেন বিরাটের পায়ে।

গত আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে ইডেনে নেমেছিলেন বিরাট। ম্যাচ চলাকালীন হঠাৎ বর্ধমানের আঠারো বছরের তরুণ ঋতুপর্ণ পাখিরা মাঠে ঢুকে বিরাট কোহলির পা ধরে প্রণাম করেন। পরে ‘ক্রিমিনাল ট্রেসপাসিং’ সেকশনে গ্রেপ্তার করা হয় ওই বিরাটভক্তকে। সেই একই ঘটনা ঘটে গত রবিবার রাঁচিতেও। আন্তর্জাতিক ওয়ানডে’তে ৫২তম সেঞ্চুরি হাঁকান বিরাট। সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। সেই সময় শৌভিক মুর্মু নামে এক তরুণ বিরাট ভক্ত নিরাপত্তার বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়েন। তিনিও গ্রেপ্তার হন।

গ্রেপ্তারি, জেলে রাত্রিবাস-কোনওকিছুতেই ভয় পাচ্ছে না বিরাটের ভক্তকুল। তাই তো বুধবারের রায়পুরেও এক ভক্ত সটান ঢুকে পড়েন মাঠে। তখন সদ্য সেঞ্চুরি পূরণ করেছেন বিরাট। ওভারের শেষ বলে মার্কো জানসেনের ডেলিভারিতে সিঙ্গল নেন। পূর্ণ করেন আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪ তম সেঞ্চুরি। ওভার শেষে জলপানের বিরতির সময়েই ওই যুবক মাঠে ঢুকে পড়েন। বিরাটের পা জড়িয়ে ধরেন। পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান ওই বিরাটভক্তকে।

ক্রিকেটপ্রেমীদের এমন আবেগের বহিঃপ্রকাশ দেখে আপ্লুত অনেকেই। কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে ক্রিকেট মাঠের নিরাপত্তা নিয়ে। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে সাধারণ মানুষ যদি এভাবে মাঠে ঢুকে পড়তে পারেন, তাহলে প্রশিক্ষণ পাওয়া হামলাকারীরা তো সহজেই নাশকতা ছড়াতে পারে, আশঙ্কা আমজনতার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য