Thursday, December 4, 2025
বাড়িখেলাপ্রগতি প্লে ফোরাম ও জেআরসি-র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বিধায়ক...

প্রগতি প্লে ফোরাম ও জেআরসি-র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার

স্যন্দন ডিজিটেল ডেস্ক 30 নভেম্বর : বরাবরের মতো এবারও প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হলো প্রগতি প্লে ফোরাম ও জেআরসি শিবির। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কাছে পরাজিত হতে হলো প্রগতি প্লে ফোরাম দলকে। ব্যাটে বলের লড়াই হলো জমাটি। তবে আখেরে বাজিমাত করে দিলো জে.আর.সি ।

টস জিতে জেআরসি-র অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভোলাগিরি মাঠে।  সুবাদে ব্যাট করেতে নেমে প্রগতি প্লে ফোরাম দল নির্ধারিত ১৬ ওভারে  ৬ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ১০০ রান। ব্যাটে প্রগতি প্লে ফোরাম এর হয়ে সৌমেন দেব সর্বাধিক ৩৮ রান করেন। জেআরসি-র বোলার বাপন দাস ৩১ রানে এবং মনোজিৎ দাস ১৪ রানের বিনিময়ে দুটি করে উইকেট পেয়েছেন। পাল্টা ব্যাট করতে নেমে জে.আর.সি ১১ অভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

জে.আর.সি হয়ে মেঘধন দেব ৬০ রান ও তাপস দেব ৩০ রানে অপরাজিত ছিলো।ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় জে.আর.সির মেঘধন দেব। এবং সেরা ফিল্ডারের পুরস্কার পান জে.আর.সির প্রনব শীল। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দল ও রার্নাস দল সহ সেরা খেলোয়াড় দের হাতে পুরস্কার তুলে দেন প্রগতি প্লে ফোরাম এর পক্ষে নয়ন দেববর্মা সঙ্গে ছিলেন জে আর সি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ ও সম্পাদক অভিষেক দে প্রমুখ। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ও প্রগতি প্লে ফোরাম এর মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচ কে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা ৭ রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য