স্যন্দন ডিজিটেল ডেস্ক 30 নভেম্বর : বরাবরের মতো এবারও প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হলো প্রগতি প্লে ফোরাম ও জেআরসি শিবির। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কাছে পরাজিত হতে হলো প্রগতি প্লে ফোরাম দলকে। ব্যাটে বলের লড়াই হলো জমাটি। তবে আখেরে বাজিমাত করে দিলো জে.আর.সি ।
টস জিতে জেআরসি-র অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভোলাগিরি মাঠে। সুবাদে ব্যাট করেতে নেমে প্রগতি প্লে ফোরাম দল নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ১০০ রান। ব্যাটে প্রগতি প্লে ফোরাম এর হয়ে সৌমেন দেব সর্বাধিক ৩৮ রান করেন। জেআরসি-র বোলার বাপন দাস ৩১ রানে এবং মনোজিৎ দাস ১৪ রানের বিনিময়ে দুটি করে উইকেট পেয়েছেন। পাল্টা ব্যাট করতে নেমে জে.আর.সি ১১ অভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
জে.আর.সি হয়ে মেঘধন দেব ৬০ রান ও তাপস দেব ৩০ রানে অপরাজিত ছিলো।ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় জে.আর.সির মেঘধন দেব। এবং সেরা ফিল্ডারের পুরস্কার পান জে.আর.সির প্রনব শীল। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দল ও রার্নাস দল সহ সেরা খেলোয়াড় দের হাতে পুরস্কার তুলে দেন প্রগতি প্লে ফোরাম এর পক্ষে নয়ন দেববর্মা সঙ্গে ছিলেন জে আর সি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ ও সম্পাদক অভিষেক দে প্রমুখ। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ও প্রগতি প্লে ফোরাম এর মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচ কে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা ৭ রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

