Thursday, May 22, 2025
বাড়িরাজ্যপ্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ -এর ফলাফল

প্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ -এর ফলাফল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : প্রকাশিত হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের রিভিউ ফলাফল। গত ৬ জুলাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। মাধ্যমিকে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ২৯৪ জন, এর মধ্যে পাশ করেছে ৩৭ হাজার ৩৪৪ জন। ফেল করেছে ৫,৯৪০ জন। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮,৯৩১ জন। এর মধ্যে পাশ করেছে ২৭ হাজার ৩৩১ জন এবং ফেল করেছে ১,৬০০ ছাত্র-ছাত্রী।

তবে যেসব ছাত্র-ছাত্রী মনে ফলাফল নিয়ে কিছুটা সংশয় ছিল, অর্থাৎ ধারণা ছিল যে নাম্বার আরেকটু বেশি পেতে পারে, তারা রিভিউ -র জন্য আবেদন করেছে। এর মধ্যে মাধ্যমিকে রিভিউ -এর জন্য আবেদন করেছে ৯৩৪ জন ছাত্রছাত্রী। এবং উচ্চমাধ্যমিকে আবেদন করেছে ১,৫১০ জন ছাত্র-ছাত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আবেদন অনুযায়ী উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করেছে। মূল্যায়নের পর সোমবার রিভিউ -র ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত হয়। ছাত্র ছাত্রীরা সেই ওয়েবসাইটে ক্লিক করে ফলাফল জানতে পারবে বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে সচিব ড. দুলাল দে। তিনি আরো বলেন পুনর্মূল্যায়নে যেসব ছাত্র ছাত্রীদের নম্বরের পরিবর্তন হয়েছে তারা স্কুলে গিয়ে জানানোর পর পুরনো মার্কশিট রেখে ত্রিপুরা বোর্ড থেকে নতুন মার্কশিট সংগ্রহ করে দেওয়া হবে। ১৬ আগস্ট সকাল ১১ টা থেকে সেই মার্কশিট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ত্রিপুরা মধ্য শিক্ষা বোর্ড থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!