স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : প্রদেশ ভারতীয় মজদুর সংঘ আলোর বার্তা দিতে হাতে মশাল নিয়েছে, নজর কেড়েছে শহরবাসীর। যদিও মশাল মিছিল প্রতিবাদের প্রতীক। এদিন ছিল সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারায় ভারতীয় মজদুর সংঘ। আলোর বার্তা দিতে নাকি তাদের এই কর্মসূচি। কিন্তু আজাদী কা অমৃত মহোৎসব এবং স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনের ভ্যানার হাতে জাতীয় পতাকা এবং মশালের সাথে কোন সম্পর্ক খুঁজে পাওয়া গেল না।
যা নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে বিস্তার গুঞ্জন শুরু হয়। কারণ জাতীয় পতাকা দেশপ্রেমের বার্তা বহন করে। আর মশাল প্রতিবাদের প্রতীক। এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করার কথা থাকলে, মিছিলের অগ্রভাগে পুরুষ মহিলা সকলেই মশাল হাতে বহন করেছে। মিছিলে শেষভাগে কয়েকজন জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটতে দেখা গেছে। জাতীয় পতাকার সাথে এদিন মশাল মিছিল দেখে অনেকেই বুঝে উঠতে পারেনি আসলে হচ্ছে কি। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত প্রদেশ সভাপতি শংকর দেব জানান, স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদীকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় কর্মসূচির অনুযায়ী এই মিছিল সংগঠিত করা হয়। মশাল মিছিলে মূল উদ্দেশ্য হলো দেশবাসীর কাছে আলোর বার্তা পৌঁছে দেওয়া। যাতে দেশ আগামী দিনে সমৃদ্ধশালী হতে পারে। এবং সকলে মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে বলে আশা ব্যক্ত করেন বি এম এস নেতা।