স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : ২৬ শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা না পেয়েও বেজায় খুশি সরকারকে তেল মর্দণকারী কর্মচারী সংগঠন। ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা পেয়ে নিত্যদিন করে চলেছেন আনন্দ উল্লাস। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছে। তাই রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে সোমবার রাজধানীতে অভিনন্দন মিছিল সংগঠিত করল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। এইদিন রাজধানীর উজ্জয়ন্ত মার্কেটের সামনে থেকে এই মিছিল শুরু হয়।
মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলটির অগ্রভাগে ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় সহ অন্যান্যরা। ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় জানান রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডি.এ ঘোষণা করায় রাজ্য সরকারকে শুভেচ্ছা জানিয়ে এই মিছিল করা হচ্ছে। তিনি আরও জানান এখনো কর্মচারীদের ২৬ শতাংশ ডি.এ বকেয়া রয়েছে। কোন রাজ্যের আয় ব্যয়ের উপর ডি.এ প্রদান করা নির্ভর করে না। দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে সাথে ডি.এ বৃদ্ধি পায়। তাই তিনি বকেয়া ডি.এ প্রদানের বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের নিকট আবেদন জানান। তবে বাস্তবে কর্মচারীদের বুক ফাটে মুখ ফাটে না অবস্থা। এমনটাই কান পাতলে শোনা যায় সরকারি অফিসে।