Friday, November 22, 2024
বাড়িরাজ্যত্রিপুরায় ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণ শুরু ১ আগস্ট থেকে : মুখ্য...

ত্রিপুরায় ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণ শুরু ১ আগস্ট থেকে : মুখ্য নির্বাচন আধিকারিক



আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : এক ব্যক্তি এক ভোট সুনিশ্চিত করার লক্ষ্যে ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ত্রিপুরায় আগামী ১ আগস্ট থেকে রাজ্যের সমস্ত বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট এলাকার বিএলও-রা বাড়ি বাড়ি পরিদর্শন করে ফর্ম ৬-খ-এর মাধ্যমে আধার তথ্য সংগ্রহ করবেন। আজ শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।

এদিন তিনি জানান, ভারতের নির্বাচন কমিশনের সুপারিশে ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রালয় কর্তৃক ভারতের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ ও ১৯৫১ সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশানুসারে নির্বাচকের আধার সম্পর্কিত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। তাঁর দাবি, শুধুমাত্র স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটারদের আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি কোনও তালিকাভুক্ত ভোটার আধার না থাকায় এই তথ্য প্রদানে অসমর্থ হয় তা-হলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এবং নতুন করে নাম অন্তর্ভুক্ত করার জন্য যদি কোনও আবেদনকারী আধার তথ্য প্রদানে অসমর্থ হন তা-হলেও আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে না। সাথে তিনি যোগ করেন, আগস্ট ও সেপ্টেম্বর এই দুমাস জুড়ে এই অভিযান চালানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য