Thursday, November 21, 2024
বাড়িরাজ্যআগরতলায় রামকথা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, আশীর্বাদ প্রার্থনা আধ্যাত্মিকগুরু মুরারীবাবুর

আগরতলায় রামকথা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, আশীর্বাদ প্রার্থনা আধ্যাত্মিকগুরু মুরারীবাবুর


আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হচ্ছে রামকথা অনুষ্ঠান। বিশ্বখ্যাত আধ্যাত্মিকগুরু মুরারীবাবু অনুষ্ঠানে রামচরিত মানসের আধ্যাত্মিকতার তাৎপর্য নিয়ে আলোচনা করছেন। সস্ত্রীক মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ শনিবার রামকথা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী ডা. সাহা আধ্যাত্মিকগুরু মুরারীবাবুকে রিসা, শাল চাদর দিয়ে সংবর্ধনা জানিয়ে তাঁর আর্শীবাদ প্রার্থনা করেন। মুরারীবাবু মুখ্যমন্ত্রীকে তাঁদের ঐতিহ্যবাহী বস্ত্র দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, সমগ্র পৃথিবীর আধ্যাত্মিক জগতে মুরারীবাবু অতি সুপরিচিত নাম। ভারতীয় আধ্যাত্মিকতার ঐতিহ্যকে পৃথিবীর সকল মানুষের সামনে তুলে ধরছেন তিনি। ত্রিপুরা রাজ্যের মাটি তাঁর আগমনে ধন্য হয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন মুরারীবাবু এ রাজ্যের মানুষকে আধ্যাত্মিকতার আলোকে আলোকিত করার জন্য বার বার আসবেন। রাজ্যের মানুষের কল্যাণের জন্যও তিনি আধ্যাত্মিকগুরু মুরারীবাবুর কাছে প্রার্থনা করেন।

পরে আধ্যাত্মিকগুরু মুরারীবাবু মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তাঁকে সেবার শক্তিতে বলিয়ান হয়ে রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার জন্য আর্শীবাদ করেন। গুরু মুরারীবাবু রাজ্যের মানুষ, প্রকৃতি, আতিথেয়তারও প্রশংসা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য