Friday, November 22, 2024
বাড়িরাজ্যকেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যুব কংগ্রেসের মিছিল

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যুব কংগ্রেসের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : বৃহস্পতিবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করার পর উত্তাল হয়ে ওঠে দেশ। অধীর এবং সনিয়ার বিরুদ্ধে লোকসভায় প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন বিজেপি সাংসদরা। কিন্তু কংগ্রেসের দাবি, সনিয়ার সঙ্গে অভব্য আচরণ করেছেন কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

আর তার পরই রেগে যান কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহাজাহান ইসলাম। তিনি বলেন রাষ্ট্রপতি কাছে গিয়ে অধীর চৌধুরী ক্ষমা চাইবেন বলেছেন। তারপরেও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সোনিয়া গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় প্রদেশ যুব কংগ্রেস। আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মহিলা নেতৃত্বদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তখন স্মৃতি ইরানি চুপ থাকেন কেন ? আসলে স্মৃতি ইরানির কন্যার বারে বিভিন্ন বিষয় প্রকাশ্যে নিয়ে আসায় কংগ্রেসের বিরুদ্ধে এ ধরনের ক্ষোভ প্রকাশ হচ্ছে বলে জানান তিনি। এদিন প্রদেশ যুব কংগ্রেসের মিছিলটি পোস্ট অফিস চৌমুহনি স্থিত কংগ্রেস ভবন থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কুশ পুতুল পুড়ানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য