স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : গত ২৪ জুলাই আগরতলা টাউন হলে টি এস ইউ -র কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শিক্ষা, কাজ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী দিন কর্মসূচি গ্রহণ করা হয়। সোমবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান টি এস ইউ -র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। তিনি জানান সম্মেলনে আলোচনা হয় রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে।
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক সংকট। শিক্ষক সংকটের কারণে ছাত্র-ছাত্রীরা প্রতিদিন রাস্তায় নামছে। উপজাতি অংশের ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে। এগুলি নিয়ে আলোচনা হয় কনভেনশনে। ছাত্র-ছাত্রীদের সাথে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান। পাশাপাশি সম্মেলনের পর ৫৯ জনের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনের এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক বয়ার দেববর্মা, টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।