কলকাতা, ৬ মে (হি.স.) : বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন অমিত শাহ। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান একে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। তিনি জানিয়েছেন, অনেকদিন ধরেই তাঁর সঙ্গে পরিচয় রয়েছে। সেই সূত্রেই দেখা করতে এসেছেন তিনি। শাহের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী।
বিজেপির একটি সূত্রের দাবি, অমিত নিজেই সৌরভের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতোই বার্তা পৌঁছয় বেহালায়। তারপর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়েছিল।বৃহস্পতিবার যখন নিউ জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে মমতার সরকারকে আক্রমণ করছিলেন অমিত শাহ, প্রায় একই সময়ে কলকাতায় তৃণমূল ভবনে মমতাকে প্রশ্ন করা হয় দাদার বাড়িতে শাহের নৈশভোজ প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’’ সৌরভ নিজেও শুক্রবার জানিয়েছেন, নিরামিষাশী অমিতের জন্য সেই ধরনের খাবারের ব্যবস্থা থাকছে। জানা গিয়েছে, শাহি ভোজের মেনুতে থাকছে ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফিও।
সৌরভের বাড়িতে নৈশভোজে গেলেন শাহ, সৌজন্য সাক্ষাৎ, জানালেন মহারাজ
সম্পরকিত প্রবন্ধ