Friday, February 21, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতবিভিন্ন মতাদর্শের ব্যক্তির বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বিভিন্ন মতাদর্শের ব্যক্তির বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে শুক্রবার রাজধানীর প্রতাপগড় স্থিত প্রফেসর পাড়া এলাকায় বিভিন্ন মতাদর্শপূর্ণ ব্যক্তির বাড়ি যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

কথা বলেন বাড়ির লোকজনদের সাথে। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২০১৪ সালের দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পর জনগণের কাছে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরার জন্য কর্মসূচি নেওয়া হয়েছিল। সেটা ধারাবাহিকভাবে প্রতিবছর পালন করা হয়।

 এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয় বছর পূর্তি উপলক্ষে সাংসদদের এক হাজার বিভিন্ন মতাদর্শ ব্যক্তির কাছে রিপোর্ট কার্ড তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন মতাদর্শের ব্যক্তির বাড়িতে যাওয়ার পর তারা বলছেন এতদিন পর দেশে একজন প্রধানমন্ত্রী পেয়েছেন যিনি দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছেন। আগামী আরো দু তিনটি ধাপ যাতে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হন। তাহলেই শ্রেষ্ঠ ভারত গড়া যাবে। বিভিন্ন মতাদর্শের মানুষের কাছ থেকে এ ধরনের প্রতিক্রিয়া পাওয়ার পর বলা হচ্ছে তাদের সহযোগিতা চায় বর্তমান সরকার। যাতে আগামী দিনও দেশের সেবা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানান তিনি। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস সহ অন্যান্য কার্যকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য