Thursday, February 20, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতরাজ্য এসে পৌঁছালেন জি - টুয়েন্টির অতিথিগণ

রাজ্য এসে পৌঁছালেন জি – টুয়েন্টির অতিথিগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : রাজ্যে এসে পৌঁছালেন জি টুয়েন্টির অতিথিগণ। রবিবার দুপুরে বিশেষ চাটার বিমানে এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। বিমানবন্দর থেকে রাজধানীর একটি বেসরকারি হোটেল পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের বিশেষ অতিথি অভ্যর্থনায় স্বাগত জানানো হয়। রাজধানীর সার্কিট হাউস স্থিত একটি বেসরকারি হোটেলের সামনে রাস্তার দুপাশে জাতি জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে ছোট পরিসরে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

বেসরকারি হোটেলে প্রবেশ করার পর ফুলের মালা দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এই প্রথমবার ত্রিপুরায় জিট টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৩ এবং ৪ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে গর্বের জি – টুয়েন্টি বিজ্ঞান সামিট। এই সামিটে অংশ নেবেন রাজ্যে আসা এই অতিথিগণ। মূল অনুষ্ঠানটি হবে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর প্রদর্শনী হলে।

থিম হলো ‘ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার’। সামিটে রাজ্যে আসা জি-টুয়েন্টি যুক্ত ১৪ টি দেশের প্রতিনিধি, অতিরিক্ত আরো নয়টি দেশে আমন্ত্রিত সদস্য ও দেশের কেন্দ্রীয় স্তরের প্রতিনিধি সহ ৮৫ থেকে ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি তাঁরা এলবার্ট এক্কা পার্ক এবং কুমারী টিলা মিউজিক্যাল ফাউন্টেন, উজ্জয়ন্ত প্রাসাদের লাইট এন্ড সাউন্ড প্রদর্শন, নীরমহলের সৌন্দর্যায়ন এবং লাইট এন্ড সাউন্ড স্থাপন পরিদর্শন করবেন। তাঁরা রাজ্য সফরের পর ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি গোটা বিশ্বে তুলে ধরবে। পাশাপাশি ত্রিপুরার পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা বিশ্ববাসীর কাছে নিয়ে যাবে। ফলে ত্রিপুরার অর্থনৈতিক, বাণিজ্যিক সহ সার্বিক দিকে উন্নয়নের দুয়ার খুলে যাবে বলে অভিমত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য