Friday, April 19, 2024
বাড়িরাজ্য২০২৩ -এর নির্বাচনের আগে প্রদ্যুতের বৈঠক

২০২৩ -এর নির্বাচনের আগে প্রদ্যুতের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : ত্রিপুরার ভবিষ্যৎ রামপদ জমাতিয়ারা ঠিক করবে না। ত্রিপুরার ভবিষ্যৎ ঠিক করবে জনতা। শুক্রবার মানিক্য কোর্টে তিপ্রা মথার বৈঠকে অংশগ্রহণ করে এ কথা বলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বলেন, বৈঠকে আলোচনার মূল বিষয় আগামী দিনে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে অবহিত করা হবে তিপ্রা মথার দাবি গ্রেটার তিপরাল্যান্ড। দাবি থেকে সরে আসে নি প্রদ্যোত কিশোর দেববর্মন। গ্রেটার তিপরাল্যান্ডের দাবি সাংবিধানিক।

এই দাবি নিয়ে কোন আপস চলবে না। কোন জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। তাই আগামী দিনে মানুষকে সাথে নিয়ে লড়াই আরো বেশি শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এদিন এছাড়ো আলোচনা হয় আগামী বিধানসভায় নির্বাচনে রণকৌশল নিয়ে। গ্রেটার তিপরাল্যান্ড বাস্তবায়ন করতে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। আয়োজিত বৈঠকে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, দলের সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রা মথার যুব ও মহিলা সংগঠনের নেতৃত্বরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য