স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : দাবি দেওয়া নিয়ে আবারও ময়দানে সরব হল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবং টি ইউ আই আর পি সি। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবং টি ইউ আই আর পি সি পক্ষ থেকে যৌথভাবে আগরতলা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের পর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হয় যৌথ সংগঠনের নেতৃবৃন্দ থেকে শুরু করে সদস্যরা। পরে আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করে জেলা শাসক অফিস অভিযান করা হয়। মোট ৪৩ টি দাবির প্রতিলিপি তুলে দেওয়া হয় পশ্চিম জেলা শাসকের কাছে। এর মধ্যে মূলত দাবি হলো ১৯৮৮ সালে এবং ২০০৪ সালে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সাথে আত্মসমর্পণকারীদের যে চুক্তি হয়েছিল তা এখনো পূরণ হয়নি। তাই দাবিগুলি বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলি যদি সঠিকভাবে মূল্যায়ন করা না হয় তাহলে মহাকরন অভিযান, রাস্তা অবরোধ এবং রাজ্য বনধ করা হবে বলে হুঁশিয়ারি দেন জয়েন্ট মুভমেন্টের কার্যকারী সভাপতি এবং এন এল এফ টি -র অনন্ত দেববর্মা। তাই দাবি গুলি পূরণ করতে সহসাই সরকারকে ভূমিকা নিতে হবে বলে আওয়াজ তুলেন। এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সত্যজিৎ দাস, সহ-সভাপতি স্বপন দেব, দিলীপ দেববর্মা সহ অন্যান্যরা।