স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : আসাম আগরতলা জাতীয় সড়কের বেত বাগান এলাকায় এক কন্টেনার গাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার। গাঁজাগুলির পরবর্তী সময় উদ্ধার করে নিয়ে আসা হয় আমবাসা থানায়। গাঁজা বুঝাই কন্টেইনার গাড়ি চালক ও সহ চালক পালিয়ে যেতে চেষ্টা করে।
কিন্তু তাদের আটক করতে সক্ষম হয় আমবাসা থানার পুলিশ। আটক হওয়া কন্টেইনার গাড়ির নম্বর এন এল ০১ কিউ ৬৮৯৮। আটক হওয়া গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানায় পুলিশ। এদিন পুলিশের সাথে অভিযানে ছিল সি আর পি এফ জওয়ানরা।