Saturday, March 15, 2025
বাড়িরাজ্যবিধায়কের নাম মুছে দিলে দুর্বৃত্তরা

বিধায়কের নাম মুছে দিলে দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : খয়েরপুর চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন পুরাতন হাবেলীর পার্কের পাথরের খোদাই করা লেখা প্রাক্তন বিধায়কের নামের উপর কালি দিল দুর্বৃত্তরা। ২০১০ সালে উদ্বোধন করা হয় পার্কটি। মঙ্গলবার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পরিদর্শনে গিয়ে তীব্র নিন্দা জানান।

তিনি বলেন এই ধরনের ঘটনা একাংশ বেকার যুবকদের কাজের প্রলোভন দেখিয়ে শাসকদল বিজেপি এগুলি করে চলেছে। এতে বেকার যুবকদের পেছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হিটলারের মতো বিজেপি’র এ ধরনের ধ্বংসের মানসিকতা কেউ গ্রহণ করে না। কারণ এই ধরনের কর্মকাণ্ড ত্রিপুরার ঐতিহ্যের উপর আঘাত আনা ছাড়া আর কিছু নয়। এতে ত্রিপুরা সংস্কৃতি নষ্ট হচ্ছে। যারা পরিশ্রম করে এগুলো গড়ে তুলেছিল তাদের সুনাম নষ্ট হয় না, বরং রাজ্যের সুনাম নষ্ট হয়। শাসক দল বিজেপি যদি হিটলারের মানসিকতা থেকে বের হয়ে না আসে তাহলে হিটলারের যেভাবে বিনাশ হয়েছিল সেভাবে বিনাশ হবে বিজেপি দলের বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য