Sunday, March 16, 2025
বাড়িরাজ্যগভীর রাতে আক্রান্ত দম্পতি

গভীর রাতে আক্রান্ত দম্পতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : রাজধানীর বড়জলা এলাকায় মদমত্ত যুবকদের তাণ্ডব। আক্রান্ত এলাকার দম্পতি। ঘটনায় শনিবার রাত আনুমানিক ১১ টার নাগাদ। জানা যায় এদিন রাতের বেলা বড়জলা বাড়ি ফেরার সময় এলাকার অমিত দেবনাথ, সুজিত দেবনাথ, অভিজিৎ দেবনাথ সহ কয়েকজন নেশাগ্রস্ত অবস্থায় বুরনকে রাস্তা আটকায়। এবং বুরন তাঁতিকে বেধড়ক মারধোর করে। এলাকাবাসীর কাছ থেকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বুরন তাঁন্তীর স্ত্রী।

এলাকাবাসীর সহযোগিতা দুজন আইজিএম হাসপাতালে ছুটে আসে চিকিৎসার জন্য। কিন্তু পরবর্তী সময় আই.জি.এম হাসপাতালে এসেও বুরনকে এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছে। এ বিষয়ে এন সি সি থানায় একটি মামলা দায়ের করেছে বরুনের পরিবার। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান আক্রান্ত পরিবার। বুরন এবং তার স্ত্রী বুঝে উঠতে পারছে না কেন এই ধরনের আক্রমণ সংগঠিত করেছে এলাকার যুবকরা। তবে এ ধরনের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য