স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : কিষান মোর্চা উত্তর পূর্বাঞ্চল কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে অরুণাচল প্রদেশে ১০, ১১ এবং ১২ জুলাই তিন দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় থেকে প্রদেশ কিষান মোর্চার সভাপতি জহির সাহা নেতৃত্বে ২২ জনের এক প্রতিনিধি দল অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহযোগিতায় অরুণাচল প্রদেশে প্রশিক্ষণে রাজ্য থেকে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণের ফলে রাজ্যের কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ কৃষকদের কল্যাণের স্বার্থে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জহর সাহা। তিনি আরো জানান, প্রদেশ কিষান মোর্চা পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার মত আর্থিক ক্ষমতা ছিল না। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন অবশ্যই যেন এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের কিষাণ মোর্চার পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সহযোগিতায় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়। এর জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান কৃষাণ মোর্চার সভাপতি জহর সাহা।