স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুলাই : রাজধানীর গোয়ালা বস্তি এলাকা থেকে কুখ্যাত নেশা কারবারিকে জালে তুলল এনসিসি থানার পুলিশ। তার বিরুদ্ধে নেশা সামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে পুলিশের কাছে। পুলিশ গোপন সূত্রের খবরে জানতে পারে অভিযুক্ত রঞ্জন কুমার রায়ের বাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী রয়েছে। সেই অনুযায়ী অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানে উঠে আসে সফলতা।
তার বাড়ি থেকে ১ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা এবং ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার করে পুলিশ। একই সাথে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান এনসিসি থানার ওসি। তিনি আরো জানান, রঞ্জন কুমার রায় আগেও নেশা সামগ্রী বিক্রির সাথে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ থাকায় পুনরায় অভিযান চালিয়েছে। রবিবার তাকে আদালতে তোলা হয়।

