Saturday, March 15, 2025
বাড়িরাজ্যগরু পাচারের সময় আটক ৫

গরু পাচারের সময় আটক ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে মিজোরাম থেকে দামছড়া হয়ে আসা গরু বোঝাই গাড়ি আটক করে পুলিশ। পাচারের উদ্দেশ্যে আনা হয় বলে পুলিশের কাছে খবর ছিল। সেই মোতাবেক দামছড়া থানার পুলিশ অভিযান চালায়। আটক করা হয় একটি টি আর ০১ কিউ ১৬৬৮ নাম্বারের লড়ি। সেই লড়ি থেকে উদ্ধার হয় ১২টি বিদেশি গুরু। আটক করা হয় ৫ গরু পাচারকারীকে।

 তাদের প্রত্যেকের বাড়ি ত্রিপুরায়। ধৃত পাচারকারীদের নাম মুকেশ মিয়া, কাজির হুসেন, রুবেল মিয়া, ধনঞ্জয়  বর্মন ও রটিন মিয়া। পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে জানান গোপন খবরের ভিক্তিতে পুলিশ দামছড়ার মুজ্জফরনগর এলাকায় অভিযান চালিয়ে এই গরু বোঝাই গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে তাদের আদালতে সোপার্দ করা হয়েছে। আটকৃত গরু গুলিকে গোশালায় পাঠানো হয়েছে। সূত্রের খবর আরও দুটি গরু বোঝাই গাড়ি  রাতে দামছড়ার বংশুল পুলিশের নাকা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয় । তবে পুলিশ আধিকারিক শিকাড় করে নেন মায়ানমার থেকে মিজোরাম দিয়ে ত্রিপুরায় গরু গুলি পাচারের জন্য আনা হয় বলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য