স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই : শ্রাবণ মাসটিকে হিন্দু ধর্মানুসারে শিবের মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসে, ভক্তরা ভগবান শিবের পূজা করে এবং তাদের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করে। প্রতিবছরের মত এ বছরও ব্যতিক্রম হয়নি।
সোমবার সকাল থেকে আগরতলা শহরের সেন্ট্রাল রোড শিববাড়ি, লক্ষীনারায়ণ মন্দির এবং বটতলা শিববাড়িতে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। প্রতিবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তরা উপবাস করে এবং শিব মন্দিরে গিয়ে জল ও দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে ও শিবের পূজা করলে জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়।

