Sunday, March 16, 2025
বাড়িরাজ্যমনিপুরে ধ্বস পড়ে শহীদ বীর জওয়ান, রাজ্যে ফিরছে কফিনবন্দি দেহ

মনিপুরে ধ্বস পড়ে শহীদ বীর জওয়ান, রাজ্যে ফিরছে কফিনবন্দি দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : মনিপুরের ননি এলাকায় ধ্বস পড়ে শহীদ হলেন বীর সেনা জওয়ান। শহিদ জওয়ানের বাড়ি বিশালগড় মহাকুমা কসবা এলাকায়। নাম সঞ্জয় দেবনাথ। জানা যায়, মনিপুরের ননি এলাকায় গত ২৮ জুন পাহাড়ের ধ্বসে মাটির চাপা পড়ে সঞ্জয় দেবনাথ।

বিষয়টি বাড়ির লোকজনদের সেদিনই অবগত করে আর্মির অন্যান্য জোয়ানরা। শনিবার সকালে আর্মি হেডকোয়ার্টার থেকে আবার ফোন করে পরিবারের লোকজনদের জানানো হয় সঞ্জয়ের মৃতদেহ মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ আজ বাড়িতে আনা হবে। খবরটি ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে। সঞ্জয় ২৯ জুন ছুটিতে বাড়ি আসার কথা ছিল। কিন্তু বাড়ি ফিরছে সঞ্জয়ের কফিনবন্দী দেহ। আর মাত্র সাত মাস পর সঞ্জয় চাকুরি থেকে অবসর নেওয়ার কথা। কারণ দীর্ঘ ২০ বছর দেশ সেবায় নিয়োজিত ছিলেন সঞ্জয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। প্রাকৃতিক দুর্যোগে শহীদ হলেন সঞ্জয়। খবরটি পরিবারের লোকজনেরা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে এদিন। তবে সঞ্জয়ের পিতা এদিন গর্ব করে বলেন দেশ সেবা করতে গিয়ে ছেলে শহীদ হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য