স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই : আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পুরাতন ভবনের সভাগৃহে হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিমান বন্দরের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া এই দিন উপস্থিত ছিলেন বিমান বন্দরের ডাইরেক্টর কেসি মিনা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড:বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ড:কিরণ কুমার কে এবং এডভাইসারি কমিটির মেম্বার কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।
সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে জানান, বিমান যাত্রীদের সুবিধা ও অসুবিধার বিষয় নিয়ে অ্যাডভাইজার কমিটি বছরে দুবার বৈঠক করে। এবং বর্তমানে বিমানবন্দরের কোন সমস্যা রয়েছে কিনা এবং ভবিষ্যতে আরো কিভাবে পরিষেবা উন্নত করা যায় সেই বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয় এডভাইজার কমিটির বৈঠকে। সমস্যা গুলির মধ্যে কিছু সমস্যা থাকে যেগুলি অ্যাডভাইজার কমিটি সমাধান করতে পারে না।
এগুলি সমাধান করার জন্য এয়ারপোর্ট অথরিটি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে গোহাটির পর সবচেয়ে বেশি বিমান আগরতলা এমবিবি বিমানবন্দর থেকেই উঠানামা করে। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও গোহাটি এয়ারপোর্ট থেকে এমবিবি এয়ারপোর্ট কোন ক্ষেত্রেই কম নয়। নতুন কোন বিমান এমবিবি বিমানবন্দর থেকে চালু করার পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, এটা নির্ভর করে যাত্রীদের যাতায়াতের উপর। ৫০ শতাংশের বেশি আসনে যদি যাত্রী না হয় তাহলে এয়ারলাইন্সের ক্ষতি হয়। তাই সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হয় বলে জানান সাংসদ।