Wednesday, July 16, 2025
বাড়িজাতীয়হেলমেট বিক্রি বন্ধ করতে রাজ্যগুলিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র।

হেলমেট বিক্রি বন্ধ করতে রাজ্যগুলিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুলাই : যেখানে সেখানে বিক্রি করা যাবে না হেলমেট। সরকারি নিয়ম না মেনে তৈরি হওয়া হেলমেট বিক্রি বন্ধ করতে রাজ্যগুলিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। দেশে এই মুহূর্তে ২১ কোটি মানুষ দু’চাকার যানবাহন ব্যবহার করেন। তাঁদের নিরাপত্তার কথা চিন্তা করেই, সরকারি নিয়ম না মেনে তৈরি হওয়া হেলমেট তৈরি ও বিক্রিতে লাগাম আনতেই সরকারের এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে।
শনিবার উপভোক্তা বিষয়ক দপ্তর এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বাইকচালক ও আরোহীদের জন্য BIS অনুমোদিত হেলমেট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। একই নির্দেশিকাতে BIS-এর অনুমোগদন ছাড়া হেলমেট তৈরি বা বিক্রি বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছিল, ‘ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন’ (ISI) ছাপ যুক্ত হেলমেট ব্যবহার করতে হবে। এই মুহুর্তে দেশে ১৭৬টি কোম্পানি হেলমেট তৈরির জন্য BIS-এর ছাড়পত্র পেয়েছে। তবে এর বাইরেও অনেকে হেলমেট তৈরি করছে এবং বিক্রি করছে। বিশেষ করে রাস্তার ধারে কমদামে বিক্রি হচ্ছে এই সব হেলমেট। আর এতেই জীবনের ঝুঁকিক বাড়ছে বাইকচালক ও আরোহীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য