Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যরেগিং এর হাত থেকে বাঁচতে থানায় গিয়ে আশ্রয় নিল নব স্কুল পড়ুয়া

রেগিং এর হাত থেকে বাঁচতে থানায় গিয়ে আশ্রয় নিল নব স্কুল পড়ুয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন :রেগিংয়ের হাত থেকে বাঁচতে খোয়াই জহর নবোদয় বিদ্যালয় থেকে পালাল নবম শ্রেণীর এক ছাত্র। ঘটনা শনিবার সন্ধ্যায়। খোয়াই লাল টিলা স্থিত জহর নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সংবাদ মাধ্যমকে জানান, সে নবম শ্রেণীর ছাত্র। তাই তাকে দিয়ে দশম শ্রেণীর ছাত্ররা তাদের বিভিন্ন ধরনের কাজ কর্ম করায়। যদি তাদের কাজ না করে তাহলে তাকে রেগিং এর শিকার হতে হয়।

এই ভাবেই দিনের পর দিন তাদের রেগিং বাড়ছে। তাই এই যন্ত্রনার হাত থেকে বাঁচতে শেষে শনিবার সন্ধ্যায় স্কুল থেকে পালিয়ে খোয়াই থানাধীন সিপাইহাওর নিজ বাড়িতে চলে যায়। যদিও স্কুলের পক্ষ থেকে খোয়াই থানার একটি নিখোঁজ ডাইরি করা হয়। তবে এই ধরনের ঘটনা নবোদয় বিদ্যালয়ে কান পাতলেই শোনা যায়। আর এই সব ঘটনার জন্য খোয়াই জহর নবোদয় বিদ্যালয়টি সবসময় চর্চার মুখপাত্র হয়ে রয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের অধ্যক্ষা অর্পিতা শুক্লা এই বিষয়ে অবগত থাকার পরও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলেও অভিযোগ উঠছে ঐ এলাকার জনগন থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য