স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : শুক্রবার থেকে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এলাকার মানুষদের কাছ থেকে বন্যার কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে খবর নেন।
কিন্তু বহু মানুষ গৃহহীন। তাই ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।খাবার, বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ পত্রের ব্যবস্থা করেন। পাশাপাশি তিনি বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকদের নির্দেশ দেন যাতে এলাকাবাসীর খাবার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোন ধরনের সমস্যা না হয়। প্রশাসনের পক্ষ থেকে চলছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সমস্ত উদ্যোগ। তবে কাউকে আতঙ্কিত না হতে আহ্বান জানান মন্ত্রী। তবে এখন পর্যন্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর।