স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : অতি বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ কর্মীরা মাঠে নেমে সারাইয়ের কাজ করছেন। শনিবার গোটা পক্রিয়া সম্পর্কে অবগত হতে ভুতুতিয়া স্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে যায় উপ মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা। পরিদর্শন শেষে তিনি জানান ভাল কাজ করছে কর্মীরা। তবে কিছুটা কর্মী স্বল্পতা রয়েছে।
রবিবার থেকে কর্মী সংখ্যা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়ি বাড়াতে বলা হয়েছে। যাতে করে জনগণের অভিযোগ আসলে দ্রুত নিষ্পত্তি করা যায়। কিন্তু মানুষকে বুঝতে হবে বড় গাছ পড়লে তা পরিষ্কার করতে সময় লাগে এবং ট্রান্সফর্মারের বেস পর্যন্ত জল এলে সংযোগ ছিন্ন করতে হয়। মানুষের নিরাপত্তা প্রথম। তাই বেশ কিছু লাইন বন্ধ করে দিতে হয়। এটা ফল্ট নয়। লোডশেডিং নয় মানুষের নিরাপত্তার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয় বলে জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন টি ই এস ই সি এল-র ১৯১২ কলসেন্টার ঘুরে দেখেন তিনি। বিলের সমস্যা আজকের নয়। বিগত সরকারের সময় থেকে এই সমস্যা চলে আসছে। বর্তমান সরকার এই সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে। মাসে মাসে বিল প্রদানের চেষ্টা করা হচ্ছে। সমস্যা থাকলে যোগাযোগ করতে আহ্বান জানান তিনি। দুর্যোগ মোকাবেলাকে প্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে। যে সমস্ত ট্রান্সফর্মার নষ্ট হয়েছিল তা পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।