স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : একদিনের টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতি আগরতলা শহরে এবং শহরতলি এলাকাগুলি। আগরতলা শহরের নিম্নাঞ্চল গুলিতে বাড়ি বাড়ি প্রবেশ করেছে নদীর জল। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। শহরের চন্দ্রপুর, বলদাখাল, প্রতাপগড়, যোগেন্দ্র নগরের দত্তপাড়া, বিটারবন সহ বহু এলাকার জলের নিচে।
বাড়ি ঘরে প্রবেশ করেছে স্মার্ট সিটির ড্রেইনের জল। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার টিম শুক্রবার বিকাল থেকে আগরতলা শহরে এবং শহরের পার্শ্ববর্তী এলাকায় গুলিতে নৌকা নিয়ে মানুষ উদ্ধারের কাজে নেমেছে। বহু বাড়িঘরে পাশাপাশি দোকানপাটে জল প্রবেশ করেছে। ক্ষয়ক্ষতি হয়েছে বহু বলে জানা যায়। আগরতলা শহরের বহু বাড়িঘর জলমগ্ন। আগরতলা শহরের বহু এলাকা জলের নিচে। বন্যা শহরের বিভিন্ন এলাকা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে অতি সর্তকতা। চলছে উদ্ধারের কাজ। উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার টিম বলে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা।
তিনি আরো বলেন, হাওড়া নদীর জল লিকেজ হয়েছে বলে খবর এসেছে। বিষয়টি এখনো স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু হাওড়া নদীর জল বর্তমানে ১০.৮৫ উচ্চতার অধিক হয়ে বইছে। যা বিপদসীমার উপর দিয়ে বইছে। শহরে ২৫ টা ত্রান শিবির খোলা হয়েছে। ৫ হাজারের অধিক মানুষ রয়েছে ত্রান শিবিরে। প্রশাসনের পক্ষ থেকে ত্রান শিবিরে থাকা মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের পক্ষ থেকে জল নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সদর মহকুমার শাসক। আগরতলা শহরে স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন, চন্দ্রপুর বিপণিবিতান সহ বহু স্কুলে ত্রান শিবির খোলা হয়েছে।