Tuesday, June 28, 2022
বাড়িজাতীয়সিএপিএফ ও অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রক

সিএপিএফ ও অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রকনয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দেশজুড়ে বিক্ষোভের মধ্যে আরও শিথীল হল ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প। অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাড়ছে নিয়োগের উর্ধ্বসীমাও। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে ঘিরে দেশজুড়ে যাবতীয় বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএপিএফ ও অসম রাইফেলস অগ্নিবীরদের নিয়োগের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণ করা হবে।

একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএপিএফ ও অসম আসাম রাইফেলসে নিয়োগের জন্য অগ্নিবীরদের নির্ধারিত বয়সসীমার ঊর্ধ্বে ৩ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগ্নিপথ প্রকল্পের প্রথম ব্যাচের জন্য নির্ধারিত বয়সসীমার ঊর্ধ্বে এই ছাড় দেওয়া হবে ৫ বছর পর্যন্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য