স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন :তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইকো পার্কের সামনে অটো এবং ইকো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। ইকো গাড়ির নম্বর TR O1 AM 0584 এবং অটোর নম্বর TR06-3420 । ঘটনার বিবরণে জানা যায়, ইকো গাড়িটি আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল। অপরদিকে, অটো গাড়িটি যাত্রী নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল।
কিন্তু অসাবধানতার কারণে দুটি গাড়ির সংঘর্ষ হয়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতরা হল পাপিয়া ভট্টাচার্য, বয়স ৪০,স্মৃতি দাস , বয়স ৪৯, অনিকেত ভট্টাচার্য , বয়স ১৮। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তাঁরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অটো রিক্সার চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে ইকো গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।