স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : গোপন সংবাদের উপর ভিত্তি করে ধর্মনগর থানার ওসি স্মৃতি কান্ত বর্ধনের নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর পৌর পরিষদের অন্তর্গত ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করে। তারপর খবর দেওয়া হয় মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই সহ অনান্য পুলিশ আধিকারিকদের। সকলে ঘটনাস্থলে ছুটে আসার পর ধৃত যুবকের পিঠে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়।
এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় ৫ টি সাবানের বাক্সে ৫ পেকেটে মোট ৫৫ গ্রাম ব্রাউনসুগার। যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হবে। গ্রেপ্তার করা হয় সালমান হোসেন নামের ঐ যুবককে। তার বাড়ি ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড়ে। ধর্মনগর থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলার রুজু করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ। রবিবার ধৃত যুবককে আদালতে সোপর্দ করবে ধর্মনগর থানার পুলিশ।