স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুন : বুধবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হলো রাজধানীর শকুন্তলা রোড এলাকায়। বিদ্যুতিক খুঁটির মধ্যে আগুন লেগে আচমকা পটকা বাজের মতো ফুটতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। আগরতলা ফাইল স্টেশন থেকে দমকল কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে।
আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। আগুন যাতে বড়সড় রূপ নিতে না পারে তার জন্য আরো একটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে আসে। যদিও খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। তবে আর কয়েক মিনিট দেরি হলে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তো। এবং গোটা এলাকা বাণিজ্যিক এলাকা বলা চলে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল প্রবল। এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।