স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : আগামী ২৩ জুন রাজ্যের চারটি আসনের উপনির্বাচন। উপনির্বাচনের প্রচারে মঙ্গলবার রাজ্য সফরে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আহ্বান জানিয়ে দলীয় কর্মসূচীতে অংশ নেবেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোড শো করা হবে।
গান্ধীঘাট থেকে জিবি বাজার পর্যন্ত হবে এই রোড শো। সোমবার বনমালিপুর স্থিত তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্প হাউসে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি আরো অভিযোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোন কাজ হয়নি। এদিন ফের একবার জাতীয় নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কুনাল ঘোষ। পুলিশকে সক্রিয়ভাবে শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান কুনাল ঘোষ।