স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুন : বাংলাদেশে মোহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এই হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির পক্ষ থেকে শনিবার এক মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনি থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্র ভাগে ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি অস্থিত পরিস্থিতি করে রেখেছে।
সেখানে কাউকে ছাড়া হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে। তার নিন্দা জানাচ্ছে সমগ্র বিশ্ব। রবীন্দ্র নাথ ঠাকুর অখন্ড ভারতবর্ষের সকলের আবেগ। হিংসার একটা সীমা বদ্ধতা থাকা উচিত। বর্বরদের হাত থেকে রক্ষা পায় নি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি। তারই প্রতিবাদে এইদিনের মিছিল সংগঠিত করা হয়েছে। ১৬ জুন প্রতিটি বিধানসভা এলাকায় এই ধরনের বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, বাংলাদেশের কাছারি বাড়িতে আক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সেদেশের সংখ্যাধিক্য দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে বিশ্ব বরেণ্য কবির এই বাড়ির বেশ কিছু আসবাবপত্র। সেখানে মারধরের ঘটনাও ঘটে। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তদন্ত শুরু করেছে।