স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুন :আগরতলা – শিলচরগামী রেলে দিয়ে বহির্রাজ্যে যাওয়ার সময় আমবাসা রেল পুলিশের হাতে আটক দুই বাংলাদেশী নাগরিক।ধৃত দুই জনের কাছ থেকে ভারতীয় দুই হাজার টাকা পাওয়া যায়।
আটক হওয়া বাংলাদেশী দের নাম ওমান মুল্লা ও রাখিব শেখ। ধৃতদের শুক্রবার ধলাই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে আমবাসা রেল পুলিশ।