Sunday, December 4, 2022
বাড়িরাজ্যহাসপাতালে কোভিড টিকার স্থান ডাস্টবিন

হাসপাতালে কোভিড টিকার স্থান ডাস্টবিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : অভিযোগ যেন সত্য হয়ে দাঁড়িয়ে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন গত কয়েকদিন পূর্বে অভিযোগ তুলেছিলেন কোভিডের ভ্যাকসিনেশন নিয়ে। চলতি মাসে এগুলোই মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি দিয়ে কোভিড টিকার ডোজ নিয়ে দুর্নীতির বিষয়ে বিস্তারিত ভাবে জানান তিনি।

 একই সঙ্গে তিনি চিঠিতে উল্লেখ করেন কোভিড ডোজ নষ্ট হওয়ার বিষয়ে। বুধবার এর সত্যতা পাওয়া গেল রাজধানীর আইজিএম হাসপাতালে। দেখা গেল মেয়াদ উত্তীর্ণ বহু কোভিড ডোজ ফেলে দেওয়া হয়েছে ডাস্ট বিনে। আবার কিছু ডোজ নষ্ট করা হচ্ছে। এই বিষয়ে মুখ খুলতে নারাজ আই জি এম কর্তপক্ষ। একদিন তৃতীয় ডোজের জন্য নাগরিকদের সমস্যায় পড়তে হচ্ছে। অন্যদিকে নষ্ট করে ফেলা হচ্ছে কোভিড ডোজ। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠতে শুরু করেছে এত পরিমাণে কোভিড ডোজ নষ্ট হয়ে যাওয়ার পরেও হেলদোল নেই উর্দ্ধতন কর্তৃপক্ষের। সময় থাকতে কেন আগাম ব্যবস্থা নেওয়া হল না। তবে কি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি কোভিড ডোজ বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে অনেকেই। তবে এ ধরনের গাফিলতির জন্য দায়ী কে, উঠছে প্রশ্ন। যা দেখে হয়তো রীতিমতো সকলের চোখ ছানাবড়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য