স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক গাঁজা সহ তিন ব্যক্তি। গোপন খবরের উপর ভিত্তি করে পুলিশ বাগবাসা বিধানসভার অধীন গোবিন্দপুর কৃষ্ণ কালীমন্দির সংলগ্ন এলাকায় পার্কিং করা TR 05 F 0432 নম্বরের একটি গাড়ি আটক করে। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় চার প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা। যার কালো বাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
সাথে আটক করা হয় গাড়ি থাকা তিনজনকে। তারা হল যথাক্রমে রঞ্জিত সিনহা, সুরজিৎ সিনহা, শুভ্রজিৎ সিনহা। তাদের সকলের বাড়ি চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায়। বর্তমানে তারা চুরাইবাড়ি থানার পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে।