স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ৯ জুন : যুব কংগ্রেস নেতা শাহাজান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপির সংখ্যা লঘু মোর্চার সভাপতি বিল্লাল মিঞার। সোমবার পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন তিনি। সম্প্রতি শাহাজান ইসলাম সামাজিক মাধ্যমে লাইভে এসে বিজেপির সংখ্যা লঘু মোর্চার সভাপতি সহ একাধিক নেতার নামে আপত্তিকর মন্তব্য করেন।
তারই পরিপ্রেক্ষিতে এইদিন বিল্লাল মিঞা পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন। এইদিন বিজেপির সংখ্যা লঘু মোর্চার সভাপতি বিল্লার মিঞার সাথে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরা। থানায় মামলা দায়ের করার পর বিল্লাল মিঞা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শাহাজান ইসলাম সামাজিক মাধ্যমে সংখ্যা লঘুদের নিয়ে বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য পোষ্ট করেছে। এমনকি মুখ্যমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ভাবে সে সবকিছু করেছে। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দাবি জানানো হয়েছে তার পিছনে আর কারা রয়েছে তদন্তক্রমে বের করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য।