Saturday, June 14, 2025
বাড়িরাজ্যকংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল

কংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল

স্যন্দন   ডিজিটাল ডেস্ক , আগরতলা, ৯ জুন :  কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম তার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ এর মাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে জড়িয়ে একাধিক অপ্রীতিকর মন্তব্য করেছে। একই সঙ্গে একাধিক অপ্রীতিকর মন্তব্য করেছে রাজ্যের আরক্ষা প্রশাসনের কর্মীদের সম্পর্কেও। এমনকি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সভাপতি কেও নিশানায় আনতে কোনরকম কার্পণ্য করেননি তিনি।

এই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে আগরতলার রাজপথে এক বিশাল মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এই মিছিলটি রাজপথের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। বিজেপির সদর জেলা কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানিয়েছেন শাহজাহান ইসলাম তার বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কে জড়িয়ে যে ধরনের অপ্রীতিকর মন্তব্য করেছেন তা কোনভাবেই একটা সভ্য ও সুস্থ সমাজ মেনে নিতে পারে না। এদিকে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিনিধিরা এদিন শাহজাহান ইসলামকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দেয় পশ্চিম থানায়। তারা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে এই ডেপুটেশন তুলে দেয়। সব মিলিয়ে বলা যেতে পারে শাহজাহান ইসলামের ফেসবুক লাইভ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তপ্ত হয়ে উঠে ছিল রাজ্য রাজনীতি মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য