Saturday, June 14, 2025
বাড়িরাজ্যযায় দিন ভালোই যায়, আসছে দিন ভয়ংকর : সুদীপ

যায় দিন ভালোই যায়, আসছে দিন ভয়ংকর : সুদীপ

স্যন্দন   ডিজিটাল ডেস্ক , আগরতলা, ৯ জুন :  রবিবার রাতে শান্তিপাড়া এলাকায় ভারতীয় জনতা পার্টি আশ্রিত একদল দুষ্কৃতকারী হামলা চালায় কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে। ভাঙচুর করে  জানালা, চেয়ার, কম্পিউটার সহ বহু মূল্যবান সামগ্রী। মারধর করা হয় শাহজাহান ইসলামের পরিবারের লোকজনদের। এমনটাই অভিযোগ শাহজাহান ইসলাম এবং তার পরিবারের। ঘটনার খবর পেয়ে রাতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ছুটে যান যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে। তারা কথা বলেন শাহজাহান ইসলামের  পরিবারের লোকজনেদের সঙ্গে।

তারা বিস্তারিত জেনে নেন গোটা ঘটনা সম্পর্কে। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন যায় দিন ভালো যায় আসছে দিন ভয়ংকর। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টো দিকে এই ঘটনা প্রমাণ করে দিল গোটা রাজ্যে কি রকম অরাজকতা চলছে। তিনি দুস্কৃত কারীদের অতি দ্রুত গ্রেপ্তার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের কাছে দাবি জানান। আক্রান্ত যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার দিকে আক্রমণাত্মক মেজাজে তেড়ে যান হামলাকারীরা। পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের গাড়িতে করে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাকে ঘটনা স্থল থেকে সুরক্ষিত ভাবে বের করে আনেন। সেই সময়ে হামলাকারীদের ছোড়া ঢিল মুখ বুজে হজম করতে হয়েছে পূর্ব থানার পুলিশ আধিকারিক কে ও। পরিস্থিতির সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। একপ্রকার ভাবে পুলিশের সামনেই গুন্ডাগিরি দেখালো হামলাকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য