Friday, June 13, 2025
বাড়িরাজ্যকমলপুর-আমবাসা সড়ক অবরোধ করল ব্যবসায়ীরা

কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করল ব্যবসায়ীরা

স্যন্দন   ডিজিটাল ডেস্ক , আগরতলা, ৯ জুন :  কমলপুর মহকুমার শান্তিরবাজার বাজারে দীর্ঘ বছর ধরে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন অরুণ পাল নামে এক ব্যক্তি। বাজারে সাধারণত পুলিসি প্রহরারও ব্যবস্থা রয়েছে। পুলিশের সাথে বাজারে নৈশ প্রহরীর কাজ করেন অরুন পাল। বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অরুন পালকে বাজারের নৈশ প্রহরী হিসাবে নিযুক্ত করা হয়। অরুন পাল জানান তিনি ২০১৯ সাল থেকে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন। রবিবার রাতেও তিনি নৈশ প্রহরী হিসাবে বাজারে ছিলেন।

সাথে কয়েকজন টিএসআর জওয়ানও ছিল। ভোর ৪ টা নাগাদ টিএসআর জওয়ানরা চলে যায়। তারপর ধীরেশ দেববর্মা নামে এক যুবক আচমকা বাজারে আসে এবং ওনাকে মারধর করে। তিনি তখন অভিযুক্তকে বলেন কেন ওনাকে মারধর করা হল তিনি তো বাজারের নৈশ প্রহরী। অভিযুক্ত ধীরেশ দেববর্মা অরুন পালকে পাল্টা প্রশ্ন করে কেন তিনি বাজারে নৈশ প্রহরী হিসাবে দায়িত্ব পালন করছে। এই বলে ফের একবার মারধর করা হয় অরুন পালকে। শান্তিরবাজার বাজারের ব্যবসায়ীরা এই বিষয়ে জানার পর ক্ষোভে ফেটে পড়ে।

বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদে বাজার বন্ধ রেখে কমলপুর-আমবাসা সড়ক অবরোধে সামিল হয়। তাদের দাবি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে জান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, সালেমা থানার ওসি দীপক দাস। তারা কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সাথে। আশ্বাস দেন আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। তারপর ব্যবসায়ীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। সালেমা থানার ওসি জানান পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা যায় অভিযুক্ত ধীরেশ দেববর্মা প্রতিনিয়ত শান্তিরবাজার বাজারে ঝামেলা করে। শনিবার রাতেও সে একটা ঘটনা সংগঠিত করেছে। তারপর রবিবার রাতে বাজারের নৈশ প্রহরীকে মারধর করেছে। এখন দেখার পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য