স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুন : রবিবার আগরতলা প্রেসক্লাবে সিপি আই এম এল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে তারা পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুরের বিষয়টি উত্থাপন করে। পেহেলগামে সন্ত্রাসবাদি ঘটনার বিষয়টির পরিপ্রেক্ষিতে তারা সরকারের কাছে জবাবদিহি করে।
পাশাপাশি সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ করা হয় অপারেশন সিঁদুরের আগে বিশ্বের সবকটি দেশের সমর্থন ভারতের পক্ষে থাকলেও অপারেশন সিঁদুরের পর আফগানিস্তান ও ইজরায়েল ছাড়া অন্য কোন দেশকে ভারতের পক্ষে দাঁড়াতে দেখা যায়নি। এটা ভারতের বিদেশনীতির চরম ব্যর্থতা। ছত্তিশগড়ে মাওবাদীর ছাউনিতে সেনা অভিযানের বিষয়টিও উত্থাপন করে তারা। মাওবাদীদের বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। আদিবাসীদের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করা হচ্ছে বলে অভিযোগ করে তারা।