স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুন : কৈলাসহর মহকুমার ইরানি থানার তৎপরতায় ফের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড থেকে নুর মুস্তফা নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
তাকে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় বাড়ির মালিক আব্দুল ওয়াহিদ। এই ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ইরানি থানার পুলিশ অভিযানে নামে। ধৃত নুর মুস্তফা মায়ানমারের বাসিন্দা এবং সে রোহিঙ্গা। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশে পালানো। ২০১২ সালে সে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের ৯ নম্বর ক্যাম্পে পরিবার সমেত থাকত। ২০১৯ সালে দালালের মাধ্যমে ভারতে আসে এবং হায়দ্রাবাদে কাজ করতে যান। বর্তমানে এক দালালের সহায়তায় বাংলাদেশে ফিরে যাওয়ার ছক করছিল। তার বিরুদ্ধে ইরানি থানায় বিএনএস আইনে মামলা নেওয়া হয়েছে। ধৃতদের আদালতে তোলা হবে।