স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : একটি বেসরকারি নার্সিং কলেজের চতুর্থ ব্যাচের জি.এন.এম এবং ষষ্ঠ ব্যাচের এ.এন.এম শিক্ষার্থীদের নবীনবরণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠান হয় মঙ্গলবার। আগরতলা সুকান্ত একাডেমির অডিটোরিয়াম হলে হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যপাল বক্তব্য রেখে বলেন, নার্স হওয়া একটি মহান পেশার সাথে যুক্ত হওয়া। কারণ এর সঙ্গে মানবসেবা জড়িয়ে আছে। তাই এই নার্সদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা মানব সেবার মাধ্যমে মানুষের জীবনের আলো হয়ে থাকে। অনুষ্ঠানে বক্তব্য রেখে রাজ্যপাল আরো বলেন, স্বাস্থ্য সেবা শুধু একটি পরিষেবা নয়, এটি একটি শক্তিশালী মাধ্যম। যা জাতির উন্নয়নকে ত্বরান্বিত করে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যপাল।