স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : ভারতের ছাত্র ফেডারেশনের ২১তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব।
তিনি বলেন, ৩০ এবং ৩১ মে ভারতের ছাত্র ফেডারেশনের ২১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলির মধ্যে রক্ত সংকট রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রক্তদানের মত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, কৈলাশহরে হবে এই রাজ্য সম্মেলন। এই সম্মেলনে রাজ্যের রাজনৈতিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, রাজ্যের বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ে এস এফ আই -র সংগঠনকে আরো মজবুত করার জন্য আসন্ন সম্মেলন অত্যন্ত প্রাসঙ্গিক বলে জানান তিনি।