Saturday, December 13, 2025
বাড়িরাজ্যইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ

ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে। তেলিয়ামুড়া আগরতলা সড়কে রয়েছে ২৮ টি বাস। বাস গাড়ির সাথে যুক্ত শ্রমিকদের অভিযোগ বাস গাড়ির যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো রোজই তেলিয়ামুড়া – আগরতলা সড়কে অহরহ চলাচল করছে। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবার। এই সমস্যার সমাধানের দাবিতে সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া – আগরতলা ভায়া আগরতলা – তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ রয়েছে।

এর ফলে গত দুইদিন ধরেই তেলিয়ামুড়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাতে  হচ্ছে। তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে সকাল থেকেই গাড়ির অপেক্ষায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পরিবহন শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ম্যাক্স গাড়ির চালকরাও অনির্দিষ্টকালের বন্ধের সমর্থন জানিয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্ট্যান্ডে দেখা গেছে বাস এবং ম্যাক্সের চালকরা অটো গাড়ি থামিয়ে  যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা সম্মুখীন হচ্ছে অথচ এখনো পর্যন্ত সমস্যা নিরসনে প্রশাসনকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। বিভিন্ন স্ট্যান্ডে অনেক অসুস্থ রোগী চিকিৎসার জন্য আগরতলা যেতে না পেরে বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য