স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মে : আইনশৃঙ্খলা চরম অবনতির অভিযোগ তুলে রাজ্য পুলিশের মহা নির্দেশকের দারস্থ হল ডি ওয়াই এফ আই। শুক্রবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যের আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে।
নেশার বাড়বাড়ান্ত। গোটা রাজ্য নেশায় ডুবে গেছে। স্কুল কলেজে পর্যন্ত নেশা আছড়ে পড়ছে। একই সাথে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে চলেছে। যা গোটা রাজ্যে এক ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে প্রতিদিন। অপরদিকে রাজ্যের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতিদিন যান দুর্ঘটনায় একাধিক মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে ট্রাফিক পুলিশ তার নির্দিষ্ট দায়িত্ব পালন না করে জরিমানা আদায়ে ব্যস্ত আছে।
অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে, আমাদের দেশের ভেতর মানব পাচারকারীরা অনুপ্রবেশ ঘটাচ্ছে। তাই সীমান্ত ভালোভাবে সিল করে মানব পাচার আটকানোর দাবি করা হয়। কারণ এই সমস্যাগুলির কারণে গোটা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে। মানুষের নিরাপত্তা নেই, গণতান্ত্রিক অধিকার পর্যন্ত নেই। বিরোধীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে সরকার বিরোধী মত প্রকাশ করলে সাথে সাথে পুলিশ তাদের গ্রেপ্তার করছে। অথচ অস্ত্র হাতে নিয়ে মানুষকে হুমকি দেওয়ার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের পুলিশ গ্রেপ্তার করছে না বলে জানান তিনি।