Tuesday, June 6, 2023
বাড়িরাজ্যবিনা নোটিশে উচ্ছেদ বহু পরিবার

বিনা নোটিশে উচ্ছেদ বহু পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : কোর্টের নোটিশ না দেখিয়ে জমি থেকে উচ্ছেদ করে দিল ৩৫-৪০ জন মানুষকে। রাজধানীর রঞ্জিত নগর স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল তারা। কোনরকম নোটিশ ছাড়াই সোমবার সকালে জবরদস্তি জায়গাটি কেড়ে নেন প্রদীপ দেব নামে এক ব্যক্তি বলে অভিযোগ।

জানা যায় এলাকায় মিন্টু সরকারের খাসের জায়গায় ২০০৮ সালে পূর্বতন সরকারের সহযোগিতায় ১৬-১৭ টি পরিবারকে মাথা গোঁজার জন্য ঠাঁই পেয়েছিল। কিন্তু সম্প্রতি প্রদীপ দেব নামে এক ব্যক্তি এসে বলছেন সমস্ত পরিবার যাতে জায়গাটি থেকে চলে যায়। সকলে দ্বিমত পোষণ করলে সোমবার সকালে একদল শ্রমিক নিয়ে সেই জায়গায় পুনরায় উপস্থিত হন প্রদীপ দেব। প্রশাসনের সহযোগিতায় সেই জায়গায় সমস্ত ঘরের বিদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসে রামনগর থানার পুলিশ। উচ্ছেদ হওয়া অসহায় পরিবার থেকে অভিযোগ আগে জায়গা ছাড়ার জন্য কোনরকম নোটিশ দেওয়া হয় নি। তাদের পক্ষ থেকে সাত দিনের সময় চাওয়া হয়েছিল। কিন্তু কথা রাখেননি প্রদীপ দেব। প্রদীপ দেবের কাছে কোর্টের নোটিশ দেখাতে দাবি জানালে কোন নোটিশ দেখানো হয়নি বলে অভিযোগ। পরবর্তী সময়ে জায়গাটি ছেড়ে অসহায় হয়ে পড়ে উচ্ছেদ হওয়া পরিবারগুলি। তাদের অভিযোগ প্রশাসনিক পক্ষ থেকে এবং এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাননি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য