Saturday, June 14, 2025
বাড়িরাজ্যট্রিপল ইঞ্জিনের সুফল থেকে বঞ্চিত স্বশাসিত এলাকা, উন্নয়নের ফুলঝুরি মুখে মুখে

ট্রিপল ইঞ্জিনের সুফল থেকে বঞ্চিত স্বশাসিত এলাকা, উন্নয়নের ফুলঝুরি মুখে মুখে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মে : ট্রিপল ইঞ্জিনের সুফল পৌঁছালো না ঋষ্যমুখ কাঁঠালিয়া ভিলেজে। রাস্তা, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে অসন্তুষ্ট এই প্রত্যন্ত এলাকার জনতা। নির্বাচনের আগে নেতাদের মুখে উন্নয়নের ফুলঝুরি ফুটে। নির্বাচনের বৈতরনী পাড় হয়ে গেলে গণদেবতাদের আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না বলে মনে করছে আমজনতা। জানা যায়, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পূর্ব মুহুরীপুর-ভুরাতলী কেন্দ্রের ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের রাস্তাঘাট দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।

পানীয় জলের সংকট সহ শিক্ষা, স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত নিজের মধ্যে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। নেতারা সেই সব জনগণের খবর নেওয়ার প্রয়োজন মনে করছেন না। এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজ থেকে একদিকে ঋষ্যমুখ ব্লকের হরিপুর বাজার পর্যন্ত, অন্যদিকে সাব্রুম মহকুমার কলাছড়া পর্যন্ত। এই রাস্তা ধরে এলাকার জনগণ বিভিন্ন কাজে ঋষ্যমুখ ব্লক, মহকুমা সদর বিলোনীয়া যেতে হয়। দীর্ঘ প্রায় আট দশ বছর রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তার পিচ উঠে গেছে। খানাখন্দে ভরে আছে।

সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায়। জরুরী পরিসেবার কাজে নিয়োজিত এম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি,বিদ্যুত পরিসেবার গাড়ি বা নিত্যযাত্রী পরিবহনের যান বাহন যাতায়াত করতে পারছে না। গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের তিপ্রা মথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এডিসি এলাকার জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের বৈতরনী পার হয়েছিলেন। কিন্তু ভোটে জয়ী হয়ে এলাকার এমডিসি দেবজিৎ ত্রিপুরা আর এমুখো হচ্ছে না বলে এলাকার জনগণের অভিযোগ। এলাকার জনগণ কি সুখে আছে, তাদের কোন সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে কিভাবে তার সমাধান করবেন সেই বিষয়ে খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। এডিসিতে বসবাসকারী জনগণ তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরেছেন বলেও জানান। তবে কবে নাগাদ ট্রিপল ইঞ্জিনের শুভ গ্রামে পৌঁছাবে সেটা এখনো অনিশ্চিত গ্রামবাসী। তবে আগামী দিন গ্রামবাসী বৃহত্তর আন্দোলনের দিকে এগোতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য