Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যপুরনো পাম্প হাউজ তুলে দেওয়ার প্রতিবাদে ডেপুটেশন

পুরনো পাম্প হাউজ তুলে দেওয়ার প্রতিবাদে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ মে :বড়জলা ৪ নং ওয়ার্ড এলাকা থেকে দীর্ঘ পুরনো পাম্প হাউজ তুলে দেওয়া হবে। এমনটাই জানতে পেরে শুক্রবার রাজধানীর কুঞ্জবন স্থিত পানীয় জল সম্পদ দপ্তরের অফিসে যান এলাকার মহিলারা। অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে জানতে চান মহিলারা। দপ্তরের কর্মীরা, পাল্টা জানতে চান যারা পাম্প হাউসটি তুলে দেওয়ার জন্য পাম্প হাউজ পরিদর্শনে গিয়েছিলেন তাদের তারা পরিচিত কিনা।

এক মহিলা জানান, অমিত দেবনাথ নামে একজন রয়েছেন তিনি গত কয়েকদিন আগে এলাকায় গিয়ে পাম্প হাউসটি বন্ধ করে দেওয়ার জন্য কয়েকজনের সাথে কথা বলছিলেন। কারণ পাম্প হাউসটি অকেজো হয়ে গেছে। অপরিষ্কার এবং আইরন যুক্ত জল বের হয় এই পাম্প হাউস থেকে। এলাকাবাসীর বক্তব্য দীর্ঘ ৩০ বছর ধরে এই পাম্প হাউজের উপর নির্ভর গোটা এলাকার মানুষ। প্রতিদিন দুবেলা জল সংগ্রহ করে এই পাম্প হাউস থেকে। এছাড়া জলের কোন বিকল্প ব্যবস্থা নেই এলাকায়। যদি পাম্প হাউসটি তুলে দেওয়া হয় তাহলে বড়সড়ো জল সংকটের মুখোমুখি হবেন তারা। তারা আরো জানান, এলাকায় প্রায় তিন হাজার পরিবার রয়েছে। তাদের দাবি কোনোভাবেই যেন পাম্প হাউসটি তুলে দেওয়া না হয়। এ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার এলাকার কাউন্সিলর সুপর্ণা দেবনাথের কাছে গিয়েছিলেন। তিনি তাদের সংশ্লিষ্ট দপ্তরের কার্যালয়ে আসতে বলেন। সেই অনুযায়ী এসে তা কথা বলেন। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো ষ্পষ্টিকরণ পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য